

সাকিন ও তাশদীদ
![]() | সাকিনঃ সাকিনের তিন রূপ, এক রুপ গোল, দুই রূপ মাছের কাটার মত। এরূপ চিহ্নকে সাকিন বা জযম বলে। সাকিন ওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে একবার মিলে উচ্চারিত হয়। যেমনঃ اَبْ - مِنْ - اَخْرَجَ - زَلْزَلَ - يُوَسْوِسُ ইত্যাদি। |
![]() | তাশদীদঃ তাশদীদ এর এক রূপ, উপর তিন দাত ওয়ালা চিহ্নকে তাশদীদ বলে। তাশদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। একবার তার পূর্বের হরফের সাথে মিলে, আরেকবার তার নিজ হরফের সাথে মিলে । যেমনঃ اَبَّ - اِنَّ - مَدَّ - فَعَّلَ - غَسَّقَ ইত্যাদি। |